কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): সরকারি চাকরিজীবী বা হারাম উপার্জনকারী আত্মীয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা বা তারা দাওয়াত দিলে তা গ্রহণ করা যাবে কি?

উত্তর: সুস্পষ্ট হারাম উপার্জনকারী কেউ দাওয়াত দিলে তা গ্রহণ না করাই উত্তম। কেননা এতে অন্যায়ের সহযোগিতা করা হয়। যা করতে মহান আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, ‘তোমরা অন্যায় ও পাপ কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। আবূ বকর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে দেহ হারাম খাদ্য দিয়ে প্রতিপালিত হয়েছে, সে দেহ জান্নাতে প্রবেশ করবে না’ (শুআবুল ঈমান, হা/৫৭৫৯; মিশকাত, হা/২৭৮৭)। তবে নছীহতের উদ্দেশ্য আত্মীয়তার হক্ব আদায়ের জন্য তার বাড়িতে যাওয়া বা খাওয়া যেতে পারে।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

মহারাজনগর, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine