কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : এক দ্বীনী বোন অযূ করে ছালাতে দাঁড়ালে সাদাস্রাব হয়।এখন তিনি ছালাত ছেড়ে আবার অযূ করবেন নাকি ছালাত আদায় করা বন্ধ রাখবেন?

উত্তর : কোনো রোগ ছাড়াই যদি কোনো কারণে সাদাস্রাব বের হয়, তাহলে তাতে অযূ ভেঙ্গে যাবে। ছালাতরত অবস্থায় এমন দেখা দিলে সে ছালাত ছেড়ে দিবে। অতঃপর লজ্জাস্থান ধুয়ে এসে অযূ করে পুনরায় ছালাত আদায় করবে। তবে এটি যদি কারো নিয়মিত হতে থাকে, যা এক ধরনের ব্যাধি, তাহলে তাতে অযূ ভঙ্গ হবে না। ঐ অবস্থাতেই সে ছালাত আদায় করবে। তবে তার জন্য প্রতি ওয়াক্তে অযূ করা আবশ্যক হবে, তখন এর হুকুম হবে রক্তজনিত রোগের মতো (ছহীহ বুখারী, হা/৩২৭)।

প্রশ্নকারী: জহিরুল ইসলাম

ভারত।
Magazine