কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): যারা সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্ন কিনে উত্তীর্ণ হয় এবং চাকরি নিশ্চিত করার জন্য সাথে সাথে ঘুষও প্রদান করে, এদের বেতনের টাকা হালাল নাকি হারাম?

উত্তর: অসৎ পন্থায় সরকারি বা যেকোনো পরীক্ষার প্রশ্ন ক্রয় এবং চাকরি নিশ্চিত করার জন্য ঘুষ প্রদান করা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত একটি কাজ। এর মাধ্যমে অন্য ভাইয়ের হক্ব বিনষ্ট করা হয় এবং স্পষ্ট ধোঁকা দেওয়া হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‌مَنْ ‌غَشَّنَا ‌فَلَيْسَ مِنَّا ‘যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের শরীআতের অর্ন্তভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের উপর লা‘নত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০)। তাই এ পন্থায় পাওয়া উক্ত চাকরি ও উপার্জন হালাল হবে না। এক্ষেত্রে তার উচিত হবে, খালেছ নিয়তে তওবা করা এবং হালাল পন্থায় রিযিক অনুসন্ধান করা।

প্রশ্নকারী : আইয়ুব কাজী

গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।


Magazine