কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) সম্পর্ক করে বিবাহ করেছিলাম। বিষয়টি জানাজানি হলে পুনরায় সামাজিকভাবে মেয়ের বাবার সম্মতিতে বিবাহটি সম্পন্ন হয়। কিন্তু সেখানে তার বাবা উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন তার দাদা। প্রশ্ন হল বিবাহটি কি সম্পন্ন হয়েছে?

উত্তর : প্রথমত, সম্পর্ক করে এবং মেয়ের অলীর সম্মতি ছাড়া বিবাহ করলে তা বাতিল হবে এবং মেলামেশা হয়ে থাকলে সেটি যেনা হিসাবে গণ্য হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অলী ছাড়া বিবাহ বাতিল’ (তিরমিযী, হা/১১০১; আবুদাঊদ, হা/২০৮৫; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/৩১৩০)। তিনি আরও বলেন, ‘কোন মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, তাহলে তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল’ (আবুদাঊদ, হা/২০৮৩; তিরমিযী, হা/১১০২; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/৩১৩১)। তবে মেয়ের বাবার সম্মতিতে দাদা উপস্থিত থাকলে উক্ত বিবাহ বৈধ হবে। অবশ্য অনৈতিকভাবে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিবাহ করার জন্য মহান আল্লাহর নিকটে তওবা করতে হবে।

-মোরশেদ, পরিচয় প্রকাশে অনিচ্ছুক।



Magazine