কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): মহিলাদের সাদা স্রাব হলে কি অযূ ভেঙ্গে যায়?

উত্তর: হ্যাঁ, কোনো রোগ ছাড়াই যদি কোনো কারণে সাদাস্রাব বের হয়, তাহলে তাতে অযূ ভেঙ্গে যাবে। সাহল ইবনু হুনায়ফ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রচুর মযী নির্গত হতো, তাই বহুবার গোসল করতাম। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘এতে তোমার জন্য শুধু অযূ করাই যথেষ্ট’। আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তা আমার কাপড়ে লেগে গেলে কী করতে হবে? তিনি বললেন, ‘তোমার কাপড়ের যে অংশে তা লাগবে, সেই অংশ এক আঁজলা পানি নিয়ে তা দ্বারা ধৌত করলেই তোমার জন্য যথেষ্ট হবে’ (তিরমিযী, হা/১১৫; ইবনু মাজাহ, হা/৫০৬)। তবে এটি যদি কারো নিয়মিত হতে থাকে, যা এক ধরনের ব্যাধি, তাহলে তাতে অযূ ভঙ্গ হবে না। ঐ অবস্থাতেই সে ছালাত আদায় করবে। তবে তার জন্য প্রতি ওয়াক্তে অযূ করা আবশ্যক হবে, তখন এর হুকুম হবে রক্তপ্রদর রোগের (ইস্তিহাযার) মতো (ছহীহ বুখারী, হা/৩২৭)।

প্রশ্নকারী : নুরুন নাহার

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine