উত্তর: ১০ তারিখে যেসব কাজ করা উচিত নয় তার মধ্যে রয়েছে- জামরাতে পাথর মারার জন্য বিশেষ গোসল করা, পাথর মারার জন্য হাত ধৌত করা, পাথর মারার সময় আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো দু‘আ পাঠ করা, শয়তানকে গালিগালাজ করা ও জুতা ছুড়ে মারা, সেদিন কুরবানী না করে তার মূল্য ছাদাকা করা, ১০ তারিখের আগেই কুরবানী করা, হজ্জের কাজ মনে করে মিনাতে ঈদের ছালাত আদায় করা (দেখুন, তুবা পাবলিকেশন থেকে প্রকাশিত ‘হজ্জ ও উমরা’ বই, ১১৫ পৃষ্টা)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক