কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : ছালাতের শেষ বৈঠকে পা বিছিয়ে নিতম্ব মাটিতে রেখে বসতে হয়। এটা কি দুইরাকা’আত ছালাতের শেষ বৈঠকেও করতে হবে?

উত্তর : ছালাত দুই রাকা’আত বিশিষ্ট হোক কিংবা চার রাকা’আত; ছালাতের শেষ বৈঠকে (অর্থাৎ যে বৈঠক শেষে সালাম ফেরানো হয়) নিতম্ব মাটিতে রেখে বসা সুন্নাত। যাকে হাদীছের ভাষায় تورك (তাওয়াররুক) বলা হয় (ছহীহ বুখারী, তিরমিযী, হা/৩০৪)।

-রেদওয়ানুল কবির রাসেল

সাতকানিয়া, চট্টগ্রাম।


Magazine