কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ফজরের জামাআতের এক রাকআত পেলে দ্বিতীয় রাকআতে উঠে রাফউল ইয়াদায়েন করতে হবে কি?

উত্তর : না, রাফউল ইয়াদায়েন করতে হবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতের মধ্যে চারটি স্থানে রাফউল ইয়াদাইন বা হাত উত্তোলন করার নির্দেশ দিয়েছেন। তা হলো, তাকবীরে তাহরীমা, রুকূতে যাওয়া, রুকূ হতে উঠা এবং দ্বিতীয় রাকআতের পর তৃতীয় রাকআতে উঠার সময়। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাত শুরু করতেন, তখন তাঁর দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। অনুরূপ করতেন রুকূতে যাওয়ার সময় এবং রুকূ থেকে উঠার সময়’ (ছহীহ বুখারী, হা/৭৩৫; ইবনু মাজাহ, হা/৮৭৬; মিশকাত, হা/৭৯৩)। অপর বর্নণায় আছে, ‘যখন তিনি দুই রাকআত সম্পন্ন করে দাঁড়াতেন, তখনও দুই হাত উঠাতেন’ (ছহীহ বুখারী, হা/৭৩৯; আবূ দাঊদ, হা/৭৪১; মিশকাত, হা/৭৯৪)।

প্রশ্নকারী : ইমন ফারুক

মান্দা, নওগাঁ।


Magazine