কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : খানা-পিনা অবস্থায় কোন হাত দিয়ে পানি পান করতে হবে?

উত্তর : খানা-পিনা অবস্থায় ডান হাত দিয়েই পানি পান করতে হবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে, তখন সে যেন ডান হাতে পান করে’ (ছহীহ মুসলিম হা/২০২০; মিশকাত হা/৪১৬২)। তাছাড়া বাম হাতে খানা-পিনা করার ব্যাপারে শরী‘আতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং পান না করে। কেননা শয়তান বাম হাতে খায় এবং পান করে’ (ছহীহ মুসলিম, হা/২০২০; মিশকাত, হা/৪১৬৩)। বিনা ওযরে রাসূলের নিষেধ অমান্য করলে তাকে গোনাহগার হতে হবে।

প্রশ্নকারী : মাহবুবুর রশীদ

 বাগমারা, রাজশাহী।


Magazine