কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): বেরেলভী আক্বীদার (যারা মাজারে যায় ও সেখানে তাদের নামে মানত করে) কিন্তু পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে এমন কোনো ব্যক্তির যবেহকৃত পশুর গোশত খাওয়া কি হালাল হবে?

উত্তর: বেরেলভীরা বড় ভ্রান্ত আক্বীদার মানুষ। তারা বিশ্বাস করে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন; মারা যাননি। অথচ আল্লাহ বলছেন তিনি মারা গেছেন (আয-যুমার, ৩৯/৩০)। তারা মনে করে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারে। অথচ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের দরূদ আমার কাছে পৌঁছানো হয়। (আত্মার জগতে) আমি তার উত্তর দিয়ে থাকি’ (আবূ দাউদ, হা/২০৪১)। তারা মনে করে, ওলীরা কবর থেকে মানুষের উত্তর দিতে পারে এবং তাদের দাবী-দাওয়া পূর্ণ করতে পারে। অথচ মৃত ব্যক্তি মানুষের কোনো কথা পায় না এবং জীবিত মানুষ তাদেরকে কোনো কথা শুনাতেও পারে না। আল্লাহ বলেন, ‘মৃতকে তুমি কথা শোনাতে পারবে না, বধিরকেও পারবে না আহ্বান শোনাতে, যখন তারা পিছন ফিরে চলে যায়’ (আন-নামল, ২৭/৮০)। সুতরাং তাদের যবেহকৃত পশুর গোশত খাওয়া থেকে বিরত থাকা ভালো।

প্রশ্নকারী : আব্দুর রাজ্জাক

ভারত।


Magazine