কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : আমি একটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখানে ছেলে-মেয়ে সবাইকে একসাথে পড়ানো হয়। ইসলামী শরীআহ মোতাবেক আমার এখন কী করা উচিত?

উত্তর: এমন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা থেকে বিরত থাকতে হবে। কেননা ছেলে-মেয়ে একসাথে পড়ালেখা করা ইসলামে হারাম। কারণ এতে ফেতনা, বিশৃঙ্খলা ও হারাম কাজের প্রসার হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর তোমরা তোমাদের নিজেদের ঘরে অবস্থান কর, প্রাচীন অজ্ঞতার যুগের মতো প্রদর্শনী করে বেড়াবে না’ (আল-আহযাব, ৩৩/৩৩)। অন্যত্র তিনি বলেন, ‘হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মুমিনদের নারীদেরকে বলে দাও— তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজতর হবে’ (আল-আহযাব, ৩৩/৫৯)। অন্যত্র তিনি বলেন, ‘তোমরা যখন তাদের কাছে কোনো কিছু চাও তখন পর্দার আড়াল হতে তাদের কাছে চাও। এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর’ (আল-আহযাব, ৩৩/৫৩)। রাসূল a বলেছেন, ‘আমি আমার পরে পুরুষদের উপর মেয়েদের চায়তে অন্য কোনো বড় ক্ষতিকর ফেতনা রেখে যায়নি’ (ছহীহ বুখারী, হা/৫০৯৬)। অন্য জায়গায় তিনি বলেছেন, ‘তোমরা দুনিয়া ও নারীদের থেকে বেঁচে থাকো। কারণ সর্বপ্রথম বাণী ইসরাঈলে ফেতনা সংঘটিত হয়েছিল নারীদের ক্ষেত্রে’ (ছহীহ মুসলিম, হা/২৭৪২)। সুতরাং শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের জন্য জরুরী নারী-পুরুষের জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করা।

প্রশ্নকারী : আব্দুর রাজ্জাক

সাঘাটা, গাইবান্ধা।

Magazine