কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (২০) এনজিও থেকে ঋণ নিয়ে মারা গেলে এনজিও থেকে যদি ঋণ মাপ করে দেওয়া হয় তাহলে কি সেই ঋণ মাপ হবে? এবং তারা যে দাফনের জন্য টাকা দেয় সেই টাকা নেওয়া যাবে কি?

উত্তর : সূদী এনজিওর সাথে লেনদেন করা হারাম। কোনো ব্যক্তি যদি এমন সূদী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে তাহলে সে এর জন্য গুনাহগার হবে। তবে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে। সালেম রাযিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর যুলুম করবে না, বিপদে ফেলবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে লেগে থাকবে, আল্লাহ তার প্রয়োজনে পাশে থাকবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো কষ্ট/বিপদ দূর করবে, আল্লাহ তা’আলা তার থেকে এর বিনিময়ে ক্বিয়ামতের বিপদ থেকে একটি বিপদ দূর করবেন... (ছহীহ মুসলিম, হা/২৬৯৯; মিশকাত, হা/২০৪)। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তার কাফন-দাফনের ব্যবস্থা করতে হবে। তবে যদি সে ব্যক্তি একেবারেই নিঃস্ব হয় তাহলে, তার ছেলে-সন্তানরা সে দায়িত্ব পালন করবে অন্যথায় সরকারী ফান্ড থেকে তার কাফন-দাফনের ব্যবস্থা করতে হবে। কোনো সূদী এনজিও বা প্রতিষ্ঠান থেকে কাফন-দাফনের ব্যবস্থা করা হলে তা গ্রহণ করা যাবে না।

আজিজুল্লাহ

মাহিগঞ্জ, রংপুর।


Magazine