কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): ছাদাক্বার নিয়তে বেশি করে ফিতরা আদায় করা জায়েয হবে কি?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার পরিমাণ নির্ধারণ করেছেন এক ছা‘ (ছহীহ বুখারী, হা/১৫১০)। ফিতরার নামে এর বেশি পরিমাণ দেওয়ার দলীল কুরআন ও সুন্নাহতে আসেনি। কিন্তু কেউ যদি এক ছা‘ ফিতরার নিয়তে দেয় আর অতিরিক্ত খাদ্যদ্রব্য ছাদাক্বার নিয়তে দেয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : নাজমুল হক

রংপুর।


Magazine