উত্তর: উক্ত বক্তব্য সঠিক, তবে উক্ত হাদীছটি যঈফ। আব্বাদ বিন কাছীর বিন কায়েস আর-রমালী উক্ত হাদীছকে এককভাবে বর্ণনা করেছেন। আর তিনি যঈফ রাবী (সুনান কুবরা, বায়হাক্বী, হা/১১৬৯৫; শুআবুল ঈমান, হা/৮৩৬৭)। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন, তিনি শক্তিশালী রাবী নয়। ইমাম আবূ যুরআ ও আবূ হাতেম রাহিমাহুমাল্লাহ বলেছেন, তিনি দুর্বল। ইমাম হাকেম রাহিমাহুল্লাহ বলেন, তিনি সুফিয়ান ছাওরী থেকে কিছু জাল হাদীছ বর্ণনা করেছেন (সিয়ারু আলামিন নুবালা, ১০/৪২২ টিকা দ্রষ্টব্য)। আর হালাল রূযী উপার্জন করা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানব জাতি! তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো’ (আল-বাকারা, ২/১৬৮)। তিনি রাসূলদের বলেন, ‘হে রাসূলগণ! তোমরা হালাল পবিত্র উত্তম রিযিক খাও আর সৎকর্ম করো’ (আল-মুমিনুন, ২৩/৫১)। অন্য জায়গায় মুমিনদের উদ্দেশ্যে করে বলেছেন, ‘হে মুমিনগণ! তোমরা হালাল উত্তম রিযিক আহার করো, যা আমি তোমাদের দিয়েছি’ (আল-বাকারা, ২/১৭২)।
প্রশ্নকারী: গোলাম রাব্বি