উত্তর : এ বিধান পরিবারের সবার উপর প্রযোজ্য নয়; বরং তা শুধু কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন যিলহজ্জ মাসের চাঁদ দেখবে, আর তোমাদের কেউ যদি কুরবানী করার মনস্থ করে, তাহলে সে যেন চুল কিংবা নখ না কাটে’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৭; মিশকাত, হা/১৪৫৯)। হাদীছে উল্লিখিত বিষয়টি শুধু কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। পরিবারের সকলের জন্য নয়। কাজেই পরিবারের অন্য সদস্যগণ এসব থেকে বিরত থাকলেও কোনো ছওয়াবের অধিকারী হবে না। সাথে সাথে কুরবানী দিতে অক্ষম ব্যক্তি নেকীর আশায় নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকলে নেকী পাবেন মর্মের কথাটি ঠিক নয়। বরং এমর্মের হাদীছটি যঈফ (যঈফ আল-জামিউছ ছাগীর, হা/১২৬৫; সুনান নাসাঈ, হা/৪৩৬৫; আবূ দাঊদ, হা/২৭৮৯; মিশকাত, হা/১৪৭৯)।
প্রশ্নকারী : সাব্বির হোসেন
বাগমারা, রাজশাহী।