উত্তর : ফজরের ছালাতের পরে নিয়মিতভাবে উচৈঃস্বরে ও নিম্নস্বরে কোনোভাবেই সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াতের ব্যাপারে কুরআন ও ছহীহ হাদীছে কোনো বর্ণনা আসেনি। সুতরাং এই আমল করা বিদআত, যা বর্জনীয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন আমল করে যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটি বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
উল্লেখ্য যে, ফজরের ছালাত পরে সূরা হাশর পড়ার প্রমাণে যে হাদীছ আছে তা নিতান্তই যঈফ (তিরমিযী, হা/২৯২২)।
প্রশ্নকারী : আব্দুস সামাদ
আয়কর বিভাগ, রাজশাহী।