কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক দেওয়া যাবে কি?

উত্তর : কোনো ব্যক্তিকে কোনো কাজে নিযুক্ত করে ওভার টাইম কাজ করালে তাকে অবশ্যই অতিরিক্ত সহযোগিতা করতে হবে। আবু যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের দাস-দাসীরা তোমাদেরই ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন। অতএব আল্লাহ তা‘আলা তার ভাইকে তার অধীনে করে দেন, তখন সে যেন নিজে যা খাবে তাকেও তাই খাওয়াবে এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরিধান করাবে। আর যে কাজ তাদের সাধ্যের বাইরে তাদেরকে যেন সে কাজের কষ্ট না দেয়। একান্ত যদি তার উপর সাধ্যাতীত কাজ অর্পণ করতে হয়, তবে যেন তাকে সর্বাত্মকভাবে সাহায্য করে (ছহীহ বুখারী, হা/৬০৫০; ছহীহ মুসলিম, হা/১৬৬১; মিশকাত, হা/৩৩৪৫)।

প্রশ্নকারী : হুমায়ুন কবীর

 চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine