কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): মহিলাদের মাসিক চলা অবস্থায় কি তারা মসজিদে অবস্থান করতে পারবে?

উত্তর: হ্যাঁ পারবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তিকাফরত অবস্থায় মসজিদ থেকে বললেন, ‘হে আয়েশা! আমাকে কাপড়টা এগিয়ে দাও’। তিনি বলেন, আমি যে ঋতুমতী! জবাবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘ঋতু তো তোমার হাতে লাগে নেই’। তারপর আমি তা এনে দিলাম (ছহীহ মুসলিম, হা/২৯৯)। এক কালো মহিলা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মসজিদ ঝাড়ু দিত। সে মারা গেলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে সামনে করে তার জানাযার ছালাত আদায় করেন (ছহীহ মুসলিম, হা/৯৫৬)। 

প্রশ্নকারী :ফাতেমা খাতুন

বগুড়া।


Magazine