কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : আল্লাহর দেহ নেই এ কথা বললে কি কুফরী হবে?

উত্তর : আল্লাহর ‘দেহ’ বলে কোনো শব্দ কুরআন-হাদীছে নেই। আল্লাহর ‘আকৃতি’ আছে এটা কুরআন-হাদীছে প্রমাণিত (আল ক্বিয়ামাহ, ৭৫/২৩; আর-রহমান, ৫৫/২৭; ছহীহ বুখারী, হা/৭৪৩৭)। আল্লাহর নাম ও গুণাবলির ক্ষেত্রে বিশ্বাসের অন্যতম দিক হলো- ‘আল্লাহ নিজের জন্য যেটা সাব্যস্ত করেছেন আমরা তা তার জন্য সাব্যস্ত করব, যেমনটা তার শানে উপযুক্ত’ (আল আক্বীদাতুল ওয়াসিতিয়্যা, পৃ. ২১)। আর ‘তার কোনো অপব্যাখ্যা, নিস্ক্রিয়করণ, স্বরূপ বর্ণনা কিংবা উপমা বর্ণনা না করা’ (শারহুল আক্বীদাতিল ওয়াসিতিয়্যা লি ইবনি উছায়মীন, ১/১১১)। তাই আল্লাহর শানে কুরআন-হাদীছে যেই শব্দ উল্লেখ হয়নি, ব্যাখ্যা কিংবা নিজস্ব অনুভূতির আলোকে সেই শব্দ আল্লাহর শানে ব্যবহার করা যাবে না। যেমন আল্লাহর ‘আকৃতি’-র কথা আছে, কিন্তু ‘দেহ’-র কথা নেই। তাই তা বলা যাবে না (বায়ানু তালবীসিল জাহমিয়্যা লি ইবনি তায়মিয়্যা, ১/৫৫০)। অনুরূপভাবে আল্লাহর ‘শ্রবণ’ এর কথা আছে, কিন্তু আল্লাহর ‘কান’ শব্দটি কুরআন-হাদীছে নেই, বিধায় ‘কান না থাকলে শুনবেন কীভাবে’ এই যুক্তি দিয়ে আল্লাহর ‘কান’ সাব্যস্ত করা যাবে না। বরং এই বিষয়ে চুপ থাকতে হবে (আত-তা‘লীক আলাল কাওয়ায়িদিল মুছলা, পৃ. ৯৬)।

ফিরোজ হোসেন

মান্দা, নওগাঁ।

Magazine