কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : কুরআন পড়ার শুরুতে কি সূরা ফাতিহা ও সূরা বাকারা দিয়ে শুরু করতে হয় নাকি ‘আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ’ বলে যে কোনো সূরা থেকেই শুরু করা যায়?

উত্তর : কুরআন তিলাওয়াতের শুরুতে সূরা ফাতিহা ও সূরা বাকারা দিয়ে শুরু করার বিষয়ে কোনো ছহীহ বর্ণনা নেই। বরং কেউ কুরআন তিলাওয়াত করতে চাইলে, আঊযুবিল্লাহ বলেই তিলাওয়াত শুরু করবে। আল্লাহ বলেন, ‘আর যখন আপনি কুরআন তিলাওয়াত করবেন, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন’ (আন-নাহল, ১৬/৯৮)।

প্রশ্নকারী : আযীযার রহমান

পীরগঞ্জ, রংপুর।


Magazine