উত্তর: পিতা-মাতার জন্য সন্তানের দু‘আ উপকারে আসার ক্ষেত্রে তাদের নেক আমলের পরিমাণ বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো তারা মুসলিম কি-না। যদি মুসলিম হয় এবং সন্তানটি সুসন্তান হয় তাহলে তাদের আমল যত কমই হোক না কেন ঐ সুসন্তানের দু‘আ তাদের উপকারে আসবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ যখন মারা যায়, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। তা হলো- ১. ছাদাক্বায়ে জারিয়াহ, ২. এমন ইলম, যার দ্বারা উপকার সাধিত হয় এবং ৩. এমন সুসন্তান, যে তার জন্য দু‘আ করে’ (ছহীহ মুসলিম, হা/১৬৩১; আবূ দাঊদ, হা/২৮৮০)। কিন্তু পিতা-মাতা যদি অমুসলিম হয়, তাহলে নবী হলেও তার দু‘আ তাদের উপকারে আসবে না। যেমন ইবরাহীম আলাইহিস সালাম-এর দু‘আ তাঁর পিতার কাজে আসবে না (ছহীহ বুখারী, হা/৩৩৫০)।
প্রশ্নকারী :আব্দুল হাসীব
রাজশাহী।