উত্তর: না, এই পরিমাণ স্বর্ণের যাকাত দিতে হবে না। কেননা যাকাতের ক্ষেত্রে স্বর্ণের নিছাব হবে স্বর্ণের সাথেই, আর রূপার নিছাব হবে রূপার সাথেই। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার কাছে ২০০ দিরহাম (সাড়ে ৫২ তোলা/ভরি) থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম যাকাত হিসেবে দিবে। স্বর্ণের ক্ষেত্রে ২০ দীনার (সাড়ে সাত ভরি) এর কমে যাকাত নেই। বিশ দীনারে পূর্ণ এক বছর অতিবাহিত হলে অর্ধ দীনার যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)। তাই স্বর্ণ সাড়ে সাত ভরি না হওয়া পর্যন্ত তাতে যাকাত ফরয হয় না।
প্রশ্নকারী : মোঃ শফিকুল ইসলাম
মহাখালী, ঢাকা -১২১২।