কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমার পিতা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তার বেতন বহির্ভূত ঘুষের অর্থও ছিল। তিনি এখন মৃত। এখন প্রশ্ন হচ্ছে, তার রেখে যাওয়া সকল সম্পদের মালিক কি উত্তরাধিকারী হিসাবে তার স্ত্রী-সন্তানেরা পাবে? এবং পেলে তা কি স্ত্রী-সন্তানের জন্য গ্রহণ করা হালাল হবে? এবং উক্ত সম্পদ ব্যবহার করে স্ত্রী-পুত্রগণ ব্যবসা করলে সেই ব্যবসা কি হালাল হবে?

উত্তর: প্রথমত, ইসলামী শরীআতে ঘুষ দেওয়া ও নেওয়া উভয়ই হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপর লা‘নত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০; তিরমিযী, হা/১৩৩৭)। দ্বিতীয়ত, এমন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পদগুলো তার সকল ওয়ারিছদের মাঝেই বণ্টন করা হবে এবং সেই সম্পদ তখন তার ওয়ারিছদের জন্য হালাল হয়ে যাবে (মাজমূ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ২৯/৩০৭; লিকাউল বাবিল মাফতুল, ইবনু উছায়মীন, ১০/২৮)। এমতাবস্থায় তার সম্পদের কিছু অংশ দান করা ভালো হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে ব্যবসায়ী সম্প্রদায়! ক্রয়-বিক্রয়কালে শপথ ও মিথ্যা এসে যায়। তাই কিছু দান-খয়রাত করে তা পরিচ্ছন্ন করে নিও’ (ইবনু মাজাহ, হা/২১৪৫; নাসাঈ, হা/১২০৮)।

প্রশ্নকারী : রাকিব

কুড়িগ্রাম।


Magazine