কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে সে কি বাড়িতে ছালাত জমা ও কছর করতে পারবে?

উত্তর: অসুস্থ ব্যক্তিকে বাড়িতে সময়মত ছালাত আদায় করার চেষ্টা করতে হবে। কেননা সময়মত ছালাত আদায় করতে আল্লাহ নির্দেশ করেছেন (আন-নিসা, ৪/১০৩)। তবে কোনো সময় সম্ভব না হলে জমা করতে পারে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ও বৃষ্টিজনিত কারণ ছাড়াই মদীনাতে যোহর ও আছরের ছালাত একত্রে এবং মাগরিব ও এশার ছালাত একত্রে আদায় করেছেন (আবূ দাঊদ, হা/১২১১; তিরমিযী, হা/১৮৭; নাসাঈ, হা/৬০২)। তবে অসুস্থ ব্যক্তি বাড়িতে ক্বছর করতে পারবে না। কেননা ক্বছর শুধুমাত্র মুসাফিরের জন্য নির্দিষ্ট।

 প্রশ্নকারী : রাশেদ আহমাদ

গাইবান্ধা।


Magazine