উত্তর : সমাজে দাস-দাসী নেই। তবে দাস-দাসী প্রথা বৈধ আছে। এখনও অমুসলিম-মুশরিকদের সাথে যুদ্ধ হলে ও তারা মুসলিমদের হাতে বন্দী হলে দাস-দাসী হিসাবে গণ্য হবে। কেননা দাস-দাসী প্রথা রহিত নয়। তবে স্বাধীন মানুষকে ক্রয়-বিক্রয় করা হারাম (ছহীহ বুখারী, হা/২২২৭; মিশকাত, হা/২৯৮৪)। কেননা আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন যে তিন লোকের বিরুদ্ধে বাদী হবেন তার মধ্যে একজন হল ঐ ব্যক্তি যে স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য খেয়েছে (ছহীহ বুখারী, হা/২২২৭; ইবনু মাজাহ, হা/২৪৪২; মুসনাদে আহমাদ, হা/৮৬৯২; মিশকাত, হা/২৯৮৪)।
প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।