কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : আমি সকাল-বিকাল ১০০ বার করে ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বাম হাতের করের মাধ্যমে গণনা করে থাকি। কেননা ডান হাত দিয়ে গাড়ি চালাই, কথা হলো এ ইবাদত কবুল হবে কি?

উত্তরহ্যাঁ; কবুল হবে। সকাল ও সন্ধ্যায় একশতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পড়ার বিষয়টি হাদীছ দ্বারা সাব্যস্ত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একশতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, কিয়ামতের দিন সে যে পরিমাণ নেকী নিয়ে উপস্থিত হবে তার চেয়ে উত্তম নেকী নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। তবে ঐ ব্যক্তি ব্যতীত যে তার মতোই এ দুআ পাঠ করেছে (ছহীহ মুসলিম, হা/২৬৯২)। সুতরাং এবাদত গ্রহণযোগ্য। ডান হাতের আঙ্গুল দ্বারা তাসবীহ পাঠ করা সুন্নাত। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল চিরুনী করা পবিত্রতা অর্জন করা ও সর্বক্ষেত্রে (অর্থাৎ উত্তম কাজ) ডান দিক থেকে করা পছন্দ করতেন (ছহীহ বুখারী, হা/১৬৬; বুলূগুল মারাম, হা/৪৪)। কোনো উপায়ান্তর না পেয়ে বাম হাত দ্বারা তাসবীহ পাঠ করা যায়। কেননা আল্লাহ বান্দার উপর বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেননি (আল-বাক্বারা, ২/২৮৬)।

প্রশ্নকারী : এস.এম. শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।

Magazine