উত্তর : না, ভালোবাসা সৃষ্টির জন্য তাবীয ব্যবহার করা শরীআতসম্মত নয়, বরং তা শিরক। উকবাহ ইবনু আমির রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তাবীয ঝুলায় (পরিধান করে) আল্লাহ যেন তার আশা পূরণ না করেন’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪০৪)। আর এগুলো জাদুর অন্তর্ভুক্ত, যা ইসলাম নষ্টকারী বিষয়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তন্ত্র-মন্ত্র, তাবীয (স্বামী ও স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টির জন্য) করা শিরকী কাজ’ (আবূ দাঊদ, হা/৩৮৮৩; ইবনু মাজাহ, হা/৩৫৩০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকবে। তার মধ্যে একটি হলো জাদু’ (ছহীহ বুখারী, হা/২৭৬৬; ছহীহ মুসলিম, হা/৮৯)। সুতরাং এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : রুবেল ইসলাম
দিনাজপুর।