উত্তর : সরকারি কাগজপত্রে প্রকৃত পিতামাতার নাম না দিয়ে পালিত পিতামাতার নাম দেওয়া জায়েয নয়। কারণ পালিত সন্তান প্রকৃত সন্তান না, তাছাড়া পালনকারী বাবা প্রকৃত বাবা না। আর জেনেশুনে অন্যকে প্রকৃত পিতা হিসেবে পরিচয় দেওয়া হারাম। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি জেনেশুনে অন্যকে পিতা-মাতা দাবি করে, তার জন্য জান্নাত হারাম’ (বুখারী হা/৪৩২৬; মুসলিম হা/৬৩)। সুতরাং পালিত সন্তানকে তার জন্মদাতা পিতামাতার দিকেই সম্পৃক্ত করা হবে, তার পালিত পিতামাতার দিকে নয়। আর যেহেতু তাদেরকে তাদের জন্মদাতা পিতামাতার দিকেই সম্পৃক্ত করা হবে, তাই সেই জন্মদাতা পিতামাতা মারা গেলে এই সন্তানও তাদের সম্পদে ভাগ পাবে (আন-নিসা, ৪/১১)। আর লালন-পালনকারী বাবা-মা যদি চায় তাহলে তাদের পালক সন্তানের জন্য সম্পদ অছীয়ত করে যেতে পারে।
প্রশ্নকারী : আরিফ সেখ
ভারত।