উত্তর : না, শরীআত সম্মত হবে না। কারণ তৃতীয় তালাকের পর ফেরত নেওয়া যাবে না’ (আল-বাক্বারা, ২/২২৯)। তবে তিন মাসে তিন তালাকপ্রাপ্তা মহিলা অন্যত্র বিবাহ করে তালাকপ্রাপ্তা হলে পুনরায় পূর্ব স্বামীর সাথে উভয়ের সম্মতিক্রমে বিবাহ করতে পারে (আল-বাক্বারা, ২/২৩২)।
প্রশ্নকারী : মামুনুর রশীদ
রাজশাহী।