কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : মসজিদ নির্মাণের ক্ষেত্রে অমুসলিমদের থেকে অর্থ নেওয়া যাবে কি?

উত্তর : মসজিদ নির্মাণে অমুসলিমদের থেকে অর্থ নেওয়াতে শরীআতে কোনো বাধা নেই। কেননা অমুসলিমদের থেকে হাদিয়া গ্রহণ করা জায়েয। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমদের থেকে হাদিয়া গ্রহণ করেছেন। আবূ হুমাইদ রহিমাহুল্লাহ বলেন, আয়িলার শাসক নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি সাদা খচ্চর উপহার দিয়েছিলেন, প্রতিদানে তিনি তাকে একটি চাদর দিয়েছিলেন আর সেখানকার শাসক হিসাবে তাকে নিয়োগপত্র লিখে দিয়েছিলেন (ছহীহুল বুখারী, ৩/১৬৩)। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দুমার উকাইদির নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাদিয়া দিয়েছিলেন (ছহীহুল বুখারী, হা/২৬১৬)। সুতরাং অমুসলিমদের থেকে অর্থ নিয়ে মসজিদ করাতে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : শফিকুল ইসলাম

সাতক্ষীরা।


Magazine