কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিষ্টি খাওয়া ছেড়েছেন, তারপর মিষ্টি খেতে নিষেধ করেছেন! এই হাদীছটির কতটুকু সত্যতা আছে? বিস্তারিত দলীল সহকারে জানতে চাই।

উত্তর: এটি একটি বানোয়াট মিথ্যা ঘটনা, যার কোনো সনদ পাওয়া যায় না। তারা ঘটনাটি এভাবে বলে থাকে, একবার এক ছাহাবী নিজ সন্তানকে নিয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার ছেলে খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে, দয়া করে আপনি তাকে বারণ করুন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তিন দিন পরে এসো’। ছাহাবী তিন দিন পরে এলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে মিষ্টি খাওয়া থেকে বারণ করলেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিন দিন পরে আসতে বললেন, এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘এই তিন দিনে আগে আমি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছি, তারপর তাকে নিষেধ করেছি’। উল্লেখ্য, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মিথ্যা বলার পরিণাম জাহান্নাম (ছহীহ বূখারী, হা/১০৭)। এছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ‍জিনিস কেন হারাম করবেন! আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী! আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা হারাম করছেন কেন?’ (আত-তাহরীম, ৬৬/১)।

প্রশ্নকারী : পিয়াস মাহমুদ

জামালপুর, ইসলামপুর।

Magazine