উত্তর : মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে রাসূলের উপর দরূদ পাঠ করে মসজিদে প্রবেশের দু’আ পড়ে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত। অর্থাৎ এইভাবে বলা, بِسْمِ اللَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِى ذُنُوبِى وَافْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ (আবূ দাঊদ, হা/৪৬৫; ইবনু মাজাহ, হা/৭৭১; তিরমিযী, হা/৩১৪)। প্রবেশের পর মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দেওয়া যায়। কেননা ছালাম দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো সময় নেই। যদিও পেশাব-পায়খানার সময় সালামের জবাব দেওয়া যাবে না। বরং পরবর্তীতে দিতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দুজনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর আড়াল হয়ে যায় এবং তারপর আবার সাক্ষাৎ হয়, তাহলেও যেন তাকে সালাম দেয় (আবূ দাউদ, হা/৫২০০; মিশকাত, হা/৪৬৫০)। এক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মসজিদে সালাম দিলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে ছিলেন (ছহীহ বুখারী, হা/৭৫৭; ছহীহ মুসলিম, হা/৩৯৭)। উল্লেখ্য যে, বিভিন্ন মাযহাবী ফিক্বহের বইয়ে প্রায় ১৪ স্থানে সালাম দেওয়া যাবে না মর্মে বলা হয়েছে। যেমন. আযানের সময়, খাবারের সময়, ওযূর সময় ইত্যাদি। এসব কথার শারঈ কোনো ভিত্তি নেই।
প্রশ্নকারী : মো. দাউদ হোসেন
মহেশপুর, ঝিনাইদাহ।
                            
                        