উত্তর: হ্যাঁ, এমন ব্যক্তির পক্ষ থেকে হজ্জ আদায় করা যাবে। আবূ রাযীন উক্বায়লী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা অতি বৃদ্ধ, হজ্জ ও উমরা করতে সক্ষম নয় এবং বাহনে বসতে পারেন না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ ও উমরা করো’ (তিরমিযী, হা/৯৩০; আবূ দাঊদ, হা/১৮১০; নাসাঈ, হা/২৬২১; মিশকাত, হা/২৫২৮)। তবে হজ্জ আদায়কারীকে নিজের হজ্জ পূর্বে আদায় করতে হবে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বলতে শুনলেন, আমি শুবরোমার পক্ষ হতে হজ্জের নিয়্যত করছি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘শুবরোমা কে? সে বলল, আমার এক ভাই অথবা বলল, আমার এক আত্মীয়। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘তুমি কি নিজের হজ্জ করেছো? সে বলল, না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি প্রথমে নিজের হজ্জ করো অতঃপর শুবরোমার হজ্জ করবে’ (মুসনাদুশ শাফেঈ, হা/১০০০; আবূ দাঊদ, হা/১৮১১; ইবনু মাজাহ, হা/২৯০৩)। তবে এমন ব্যক্তির পক্ষ থেকে শুধু উমরা করা যাবে না এবং এক হজ্জের সাথে একাধিক উমরাও করা যাবে না।
প্রশ্নকারী : আব্দুল্লাহ কাওছার