কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : গণক ও জ্যোতিষীদের বইপত্র পড়া জায়েয হবে কি?

উত্তর : না, গণক ও জ্যোতিষীদের বইপত্র পড়া জায়েয নয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে প্রশ্ন করতে নিষেধ করেছেন। আর তাদের বইপত্র পড়া হলো তাদেরকে জিজ্ঞেস করার মতোই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল তার চল্লিশ দিনের ছালাত কবুল হবে না’ (ছহীহ মুসলিম, হা/২২৩০)। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করে আর গণক যা বলে তা যদি সত্যায়ন করে, তাহলে সে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর যা নাযিল করা হয়েছে তার ওপর কুফরী করে’ (আবূ দাঊদ, হা/৩৯০৪; তিরমিযী, হা/১৩৫; ইবনু মাজাহ, হা/৯৩৬)। সুতরাং গণক ও জোতিষীদের বইপত্র পড়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে।


 প্রশ্নকারী : আশিকুর রহমান

পাবনা।


Magazine