কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): মেয়ের বাবা যদি বিদেশ থাকে এবং কোনো বড় ভাই না থাকে, সেক্ষেত্রে কি মেয়ের ছোট ভাই ১৫ বছর বয়স বড় বোনের ওলী হয়ে বিয়ে দিতে পারবে?

উত্তর: বিবাহের ক্ষেত্রে শর্ত হলো মহিলার ওলী বা তার দায়িত্বশীল দুই সাক্ষীর উপস্থিতিতে বিবাহ দিবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারী অভিভাবক ছাড়া বিয়ে করল তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল’ (তিরমিযী হা/১১০১)। সুতরাং মেয়ের ওলী যদি কোনো কারণে উপস্থিত থাকতে না পারে তাহলে তিনি কাউকে উকিল বানিয়ে দিবেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়, তিনি আমর বিন উমাইয়াকে উম্মু হাবীবা রাযিয়াল্লাহু আনহা-এর বিবাহ কবুলের ব্যাপারে দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন (মুগনী, ৫/৬৩)। বাবা বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ ওলী হতে পারবে না। তাই এক্ষেত্রে তিনি কাঊকে দায়িত্বশীল বানিয়ে দিবেন। উল্লেখ্য যে, উকিল বাবা নামে বিভিন্ন অঞ্চলে যে প্রথা চালু আছে তা হারাম ও বর্জনীয়।

প্রশ্নকারী : আলাউদ্দিন

লেকসিটি কনকর্ড খিলক্ষেত, ঢাকা।


Magazine