কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : পড়ালেখাকালীন বাবার দেওয়া টাকা থেকে কিছু কিছু জমিয়ে রেখেছিলাম। জমানো ঐ টাকার কি যাকাত দিতে হবে?

উত্তর : যেকোনোভাবে প্রাপ্ত সম্পদ যদি নিছাব পরিমাণ (সাড়ে বায়ান্নো ভরি রৌপ্য সমপরিমাণ) মূল্যের হয় এবং তা এক বছর ধরে জমা থাকে, তাহলে তাতে যাকাত ফরয হবে (ইবনু মাজাহ, হা/১৭৯২; তিরমিযী, হা/৬৩১)।

 প্রশ্নকারী : ফযলে রাব্বী

মতলব (উত্তর), চাঁদপুর।

Magazine