উত্তর : হ্যাঁ, উক্ত বিবাহ শরীয়তসম্মত হয়েছে। কেননা সহবাস হওয়ার আগেই তালাক হয়ে গেলে সেই মহিলার কোনো ইদ্দত নেই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে; অতঃপর তাকে স্পর্শ করার পূর্বে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের উপর পালনীয় কোনো ইদ্দত নেই যা তোমরা গণনা করবে। অতএব তাদেরকে কিছু সম্পদ দিবে ও সুন্দরভাবে বিদায় করবে’ (আল-আহযাব ৩৩/৪৯)।
প্রশ্নকারী : নাম প্রেকাশে অনিচ্ছুক
যশোর।