কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : এক মহিলার এক পুরুষের সাথে বিবাহ হয়। কিন্তু সহবাস হওয়ার আগেই তাদের তালাক হয়ে যায়। এরপর এক সপ্তাহের মধ্যেই আবার সেই মহিলার অন্যত্র বিবাহ হয়। পরের বিবাহ কি শরীআতসম্মত হয়েছে?

উত্তর হ্যাঁ, উক্ত বিবাহ শরীয়তসম্মত হয়েছে। কেননা সহবাস হওয়ার আগেই তালাক হয়ে গেলে সেই মহিলার কোনো ইদ্দত নেই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে; অতঃপর তাকে স্পর্শ করার পূর্বে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের উপর পালনীয় কোনো ইদ্দত নেই যা তোমরা গণনা করবে। অতএব তাদেরকে কিছু সম্পদ দিবে ও সুন্দরভাবে বিদায় করবে’ (আল-আহযাব ৩৩/৪৯)

প্রশ্নকারী : নাম প্রেকাশে অনিচ্ছুক

যশোর।


Magazine