কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): ইসলামী আলোচনায় আলাদা কোনো মিউজিক লাগানো যাবে কি?

উত্ত: মিউজিক ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। কোনো ইসলামী আলোচনায় কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত, আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে (লুকমান, ৩১/৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে’ (ছহীহ বুখারী, হা/৫৫৯০)। নাফে‘ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে উভয় কানে আঙুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গিয়ে আমাকে বললেন, হে নাফে‘! তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বর্ণনাকারী বলেন, আমি বললাম, না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি কান থেকে হাত তুলে বললেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। তখন তিনি এ ধরনের শব্দ শুনে এরূপ করেছিলেন (আবূ দাঊদ, হা/৪৯২৪)।

হালালের মাঝে হারামের সংমিশ্রণ করলে সেটা হালাল হয়ে যায় না। সুতরাং ইসলামী আলোচনার মাঝে হারাম মিউজিক যোগ করা উচিত নয় এবং এমন আলোচনা শুনাও বৈধ নয়।

প্রশ্নকারী : আল আমিন

চারঘাট, রাজশাহী।


Magazine