কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): ইমাম অথবা একাকী ছালাত আদায়কারী মুছল্লী যদি ছালাতের সময় ভুলক্রমে ‘আল্লাহু আকবর’ এর স্থলে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে সেক্ষেত্রে করণীয় কী?

উত্তর: ইমাম অথবা একাকী ছালাত আদায়কালে ভুলক্রমে কেউ যদি ‘আল্লাহু আকবর’ এর স্থলে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে ফেলে তাহলে তাকে কিছু করতে হবে না এবং তার ছালাত সঠিক হবে।

প্রশ্নকারী : আব্দুল ওয়াহিদ

শিবগঞ্জ, বগুড়া।


Magazine