কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : অনেকেই বলেন, বৃহস্পতি ও শুক্রবার শাওয়ালের ছিয়াম রাখা জায়েয নয়। এর সত্যতা আছে কি?

উত্তর: উল্লেখিত কথার শারঈ কোন ভিত্তি নেই। বরং শাওয়ালের ছিয়াম উক্ত মাসের যে কোন দিনে রাখা জায়েয়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাযান মাসের ছিয়াম রাখার পর শাওয়াল মাসের ছয়টি ছিয়াম রাখলো, সে যেন সারা বছর ছিয়াম রাখলো (আবূ দাঊদ, হা/২৪৩৩)। তবে নির্দিষ্টভাবে শুক্রবারে ছিয়াম রাখা নিষেধ (ছহীহ মুসলিম, হা/১১৬৪)।

প্রশ্নকারী : হাসিবুর রহমান।

রাজশাহী।


Magazine