কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): মরিয়ম ফুল ঘরে রাখলে রহমত হয়- এ কথা কি সত্য?

উত্তর: না, এমন বিশ্বাস রাখা যাবে না। এগুলো মিথ্যা বানোয়াট সামাজিক কুসংস্কার, যা শিরকের অন্তর্ভুক্ত। অনেকে মনে করেন, মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয়। অনেকে উপকার গ্রহণের উদ্দেশ্যে হজ্জে গিয়ে এ ফুল কিনে নিয়ে আসে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে।

প্রশ্নকারী : মারইয়াম ইসলাম  

গাজীপুর।


Magazine