কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : একই ব্যক্তি মসজিদের ইমাম, মুআযিযন ও খাদেমের কাজ করতে পারবে কি?

উত্তর : মসজিদের গুরু দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম হলে একাই করতে পারে। তবে কাজের সুবিধার্থে পৃথক পৃথক দায়িত্বশীল থাকা ভালো। তাতে কাজগুলো সুন্দর ও সুচারু হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে তাঁর মসজিদে যেমন একাধিক মুআযিযন ছিল, তেমনি ইমাম ও মুআযিযন পৃথক ছিল। বেলাল রাযিয়াল্লাহু আনহু সাহারীর আযান দিতেন এবং আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম রাযিয়াল্লাহু আনহু ফজরের আযান দিতেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বেলাল যখন আযান দেয়, তখন তোমরা খাও এবং পান করো, যতক্ষণ আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম আযান না দেয়’ (ছহীহ বুখারী, হা/৬১৭; ছহীহ মুসলিম, হা/১০৯২; মিশকাত হা/৬৮০২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম হচ্ছেন যিম্মাদার এবং মুআযিযন (ওয়াক্তের) আমানাতদার। ‘হে আল্লাহ! ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুআযিযনদের ক্ষমা করে দিন’ (আবূ দাঊদ, হা/৫১৭; তিরমিযী, হা/২০৭)। বিবরণগুলো প্রমাণ করে যে, মসজিদের ভিন্ন ভিন্ন কাজের জন্য পৃথক পৃথক দায়িত্বশীল রাখা যেতে পারে।

প্রশ্নকারী : আযীযুল ইসলাম

দূর্গাপুর, রাজশাহী।


Magazine