কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : ফরেক্স ট্রেডিং কি বৈধ?

উত্তর : ফরেক্স মানে হলো foreign exchange market যাকে আবার FX market বলা হয়ে থাকে। ফরেক্স হলো এমন একটি মার্কেট যেখানে বিদেশী মুদ্রা (foreign currency) লেনদেন বা আদান প্রদান (exchange) করা হয়। যেহেতু ফরেক্সে এক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রা ক্রয় বিক্রয় হয় তাই তা বৈধ। তবে কয়েকটি শর্ত মেনে ব্যবসাটি করতে হবে- (ক) সূদমুক্ত ইন্টারেস্ট ফ্রি একাউন্ট দিয়ে ট্রেড করতে হবে। (খ) বিপরীত জাতীয় মুদ্রার ট্রেডে লাভ করতে হবে। একই জাতীয় মুদ্রার ট্রেডে কম-বেশি করা যাবে না। যেমন, ডলারের বিপরীতে ডলার বিক্রি করে লাভ করলে তা হারাম হবে। ডলারের বিপরীতে টাকা বা টাকার বিপরীতে রিয়াল। এমন ভিন্ন মুদ্রার ক্রয়-বিক্রয়ে লাভ করা জায়েয। (গ) নগদ হাতে হাতে ক্রয় বিক্রয় করতে হবে। বাকীতে মুদ্রার বিনিময় হলে তা সূদ হবে। রাসূল a বলেছেন, ‘নগদ হাতে হাতে লেনদেন ছাড়া সোনার বদলে সোনা বিক্রি, গমের বদলে গম বিক্রি, খেজুরের বদলে খেজুর বিক্রি, যবের বদলে যব বিক্রি করা সূদ হিসাবে গণ্য’ (বুখারী, হা/২১৩৪)। তিনি আরও বলেন, ‘গমের বিনিময়ে গম এবং যবের বিনিময়ে যব সমপরিমাণ হতে হবে। কিন্তু যবের বিনিময়ে গম বিক্রয় করলে যব অধিক হলেও তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু হাতে হাতে লেনদেন হতে হবে, বাকীতে বিক্রয় করা চলবে না’ (নাসাঈ, হা/৪৫৬৩)।

প্রশ্নকারী : সুবহা বিনতে সবুজ

শ্রীপুর, গাজীপুর।


Magazine