কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): কারো ওপর হজ্জ ফরয থাকলে, সে যদি শুধু উমরা করে, তাহলে কি তার থেকে হজ্জ মাফ হয়ে যাবে?

উত্তরনা, তার থেকে হজ্জ মাফ হবে না। কেননা যেহেতু হজ্জ ফরয বিধান, যা আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার আদেশ করেছেন। তাই উমরা করলে হজ্জের ফরযিয়্যাত মাফ হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণ করো’ (আল-বাকারা, ২/১৯৬)। আবূ রযীন আল-উকাইলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা খুবই বৃদ্ধ, হজ্জ ও উমরা করার সামর্থ্য রাখে না এবং বাহনে বসতে পারেন না। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা করো’ (আবূ দাঊদ, হা/১৮১০; ইবনু মাজাহ, হা/২৯০৬)। সুতরাং উমরা করলেও সামর্থ্য থাকলে তাকে অবশ্যই হজ্জ করতে হবে।

প্রশ্নকারী : আবূ সুফিয়ান

ফেনী।


Magazine