উত্তর: না, তার থেকে হজ্জ মাফ হবে না। কেননা যেহেতু হজ্জ ফরয বিধান, যা আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার আদেশ করেছেন। তাই উমরা করলে হজ্জের ফরযিয়্যাত মাফ হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণ করো’ (আল-বাকারা, ২/১৯৬)। আবূ রযীন আল-উকাইলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা খুবই বৃদ্ধ, হজ্জ ও উমরা করার সামর্থ্য রাখে না এবং বাহনে বসতে পারেন না। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা করো’ (আবূ দাঊদ, হা/১৮১০; ইবনু মাজাহ, হা/২৯০৬)। সুতরাং উমরা করলেও সামর্থ্য থাকলে তাকে অবশ্যই হজ্জ করতে হবে।
প্রশ্নকারী : আবূ সুফিয়ান
ফেনী।