কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : হাদীছে সামর্থ্যবান ব্যক্তি কুরবানী না দিলে তাকে ঈদের মাঠে যেতে নিষেধ করা হয়েছে। তাই এমন ব্যক্তি যদি কুরবানী না দেন তাহলে কি তিনি ঈদগাহে ছালাত আদায় করতে যেতে পারবেন?

উত্তর : সামর্থ্য থাকলে কুরবানী করা জরুরী বিধানটি এমন নয়। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি কুরবানী না দিলেও সে যেমন পাপী হবে না; তেমনি তার ঈদগাহে যাওয়া ও ছালাত আদায় করায় শারঈ কোনো প্রতিবন্ধকতা নেই। কেননা কুরবানী একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলেও তা ফরয নয়। আবূ বকর ও উমার রাযিয়াল্লাহু আনহুমা সামর্থ্য থাকা সত্ত্বেও কখনো কখনো কুরবানী করতেন না (ইরওয়াউল গালীল, হা/১১৩৯, ৪/৩৫৪; ফিক্বহুস সুন্নাহ, ৪/১৭৭)। উল্লেখ্য যে, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানী না দেওয়া ব্যক্তিকে ঈদের মাঠে যেতে নিষেধ করা হয়েছে’ মর্মে আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা নিয়ে মতভেদ রয়েছে (ইবনু মাজাহ, হা/৩১২৩; ছহীহুল জামে‘, হা/৬৪৯০)। সাথে সাথে আবূ বকর, উমার ও আবূ মাসঊদ আনছারী রাযিয়াল্লাহু আনহুমসহ আরও অনেক ছাহাবী মাঝেমধ্যে কুরবানী না দেওয়ার কারণে কি ঈদের মাঠে যেতেন না? অবশ্যই যেতেন। তাই সামর্থ্যবান ব্যক্তি বিনা ওযরে কুরবানী না দিলেও ঈদের মাঠে ছালাত আদায়ের জন্য যাবে।
প্রশ্নকারী : নূর আলম
গুরুদাসপুর, নাটোর।

Magazine