উত্তর: আপন পিতা-মাতার পিতৃত্ব ও মাতৃত্বকে স্বীকার করে, চাচা-চাচীর আশ্রয়ে লালিত-পালিত হওয়ার কারণে সম্মানার্থে চাচাকে পিতা এবং চাচীকে মাতা বলা যায়। সাথে সাথে বাবা যেহেতু বেঁচে আছে সেহেতু বাবাকেও আব্বা বলতে হবে। নতুবা সে কষ্ট পাবে। মহান আল্লাহ বলেন, ‘তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক, আল্লাহর নিকট এটাই অধিক ইনসাফপূর্ণ (আল-আহযাব, ৩৩/৫)। তবে সার্টিফিকেট, আইডি, পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো স্থানে স্বীকৃতির ক্ষেত্রে পিতা-মাতার স্থানে তাদের নাম ব্যবহার করা যাবে না। কেননা তাতে আপন পিতা-মাতার পরিচয় গোপন করা হবে এবং অন্যকে আপন পিতা-মাতা বলে স্বীকৃতি দেওয়া হবে। আর তা নিষিদ্ধ। কেননা এ সময় সে কাফের হয়ে যায় (ছহীহ বুখারী, হা/৩৫০৮; ছহীহ মুসলিম, হা/৬১)। এবং জান্নাতও তার জন্য হারাম হয়ে যায় (ছহীহ বুখারী, হা/৪৩২৬)। অতএব, যথাযথ কতৃর্পক্ষের নিকট আবেদন করে উক্ত সার্টিফিকেট ও আইডি হতে তাদের নাম পরিবর্তন ও সংশোধন করা জরুরী। উল্লেখ্য যে, পালিত মার দুধ পান না করে থাকলে সে মা মাহরামের অন্তভুর্ক্ত নয়। এমতাবস্থায় তাকে মা বললেও তার সাথে পর্দা বজায় রেখে চলবে।
প্রশ্নকারী : মো. শাহ আলম বড়াইগ্রাম, নাটোর।