কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : আমার বড় বোন ও তার স্বামী উভয়েই মারা গেছে। এমতাবস্থায় আমার বোনের জমির অংশটুকু কি আমার ভাগিনারা পাবে?

উত্তর : পিতা-মাতার সম্পদের অংশ তার সন্তানরা অংশহারে পেয়ে থাকে। কুরআনুল কারীমে সূরা নিসার ১১ থেকে ১৪ নং আয়াতের মধ্যে মহান আল্লাহ এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ তোমাদের (পিতা-মাতাকে) তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ দুই কন্যার সমান’ (আন-নিসা, ৪/১১)। সুতরাং প্রশ্নোল্লিখিত অবস্থায় সন্তানরা যেমন পিতার অংশ পাবে ঠিক তদ্রুপ মাতার সম্পদেরও অংশ পাবে। উল্লেখ্য যে, সমাজে প্রচলিত আছে, ‘মেয়েরা পিতার সম্পদে অর্ধাংশ পাবে আর মায়ের সম্পদে সমানাংশ পাবে’। প্রচলিত এই বণ্টননীতি সম্পূর্ণ ভিত্তিহীন।

-মাহির ফয়সাল

পার্বতীপুর, দিনাজপুর।

Magazine