কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): একই সফরে একাধিক উমরা পালন করার বিধান কী? যেমন- নিজের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। রামাযানে উমরা করার আলাদা কোনো ফযীলত আছে কি?

উত্তর: কিছু মানুষ হজ্জের পর অধিক সংখ্যক উমরা পালনের উদ্দেশ্যে ‘তানঈম’ এ গিয়ে ইহরাম বেঁধে আসেন। শরীআতে এর কোনোই প্রমাণ নেই। তাই এক সফরে একাধিক উমরা করা যাবে না। যেমন- নিজের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছাহাবীগণ থেকে এক সফরে একাধিক উমরার কোনো বর্ণণা পাওয়া যায় না। এজন্য মক্কায় এসে হজ্জ বা উমরার পরে আবার তানঈমে গিয়ে উমরার জন্য ইহরাম বাঁধা যাবে না। আর যেকোনো সময় উমরা করা যায় তবে রামাযানে উমরার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রামাযান মাসে উমরা পালন হজ্জের সমতুল্য’ (ছহীহ বুখারী, হা/১৭৮২; ইবনে মাজাহ, হা/২৯৯২)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুরগাজীপুর।


Magazine