কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : বিয়ে পড়ানোর পর স্বামী-স্ত্রীর দেখা সাক্ষাৎ হওয়ার আগেই যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে স্ত্রী কি মোহর পাওয়ার অধিকার রাখে?

উত্তর : মোহর বাঁধা হলে অর্ধেক মোহর পাবে। বাঁধা না হলে কিছু খরচপত্র পাবে। আর তার কোনো ইদ্দত নেই। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের কোনো অপরাধ হবে না, যদি স্ত্রীর সাথে সহবাস করা কিংবা মোহর নির্ধারণের পূর্বেই তালাক দিয়ে দাও। তাদেরকে কিছু খরচ দিয়ে দাও। সচ্ছলরা সচ্ছলতা অনুসারে দিবে, আর অসচ্ছলরা তাদের সাধ্যানুযায়ী দিবে। ন্যায়সংগতভাবে খরচ দেওয়া সৎকর্মশীলদের জন্য কর্তব্য। আর যদি স্পর্শ করার পূর্বে স্ত্রীদের তালাক দাও, অথচ মোহর পূর্বেই ধার্য করে থাক, তাহলে নির্দিষ্ট মোহরের অর্ধেক আদায় করতে হবে। কিন্তু যদি স্ত্রী অথবা যার হাতে বিবাহ-বন্ধন, সে যদি মাফ করে দেয়, (তাহলে স্বতন্ত্র কথা)। অবশ্য তোমাদের মাফ করে দেওয়াই আত্মসংযমের নিকটতর। তোমরা নিজেদের মধ্যে সহানূভুতির (ও মযার্দার) কথা বিস্মৃত হয়ো না। নিশ্চয় তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা’ (আল-বাক্বারা, ২/২৩৭)। আল্লাহ আরো বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা বিশ্বাসী রমণীদের বিবাহ করার পর তাদের স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাদের কোনো পালনীয় ইদ্দত নেই। সুতরাং তোমরা তাদের কিছু সামগ্রী প্রদান করো এবং সৌজন্যের সাথে তাদের বিদায় করো’ (আল-আহযাব, ৩৩/৪৯)।

প্রশ্নকারী : ইমরান আলী

বগুড়া।


Magazine