কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : আমি কিছু অমুসলিমদের ইসলামের দাওয়াত দিয়েছি। ডা. জাকির নায়েকের লেকচার দেখে তারা ইসলাম সম্পর্কে জানতেঅনেকআগ্রহী। তারা পবিত্র কুরআন পড়তে চায়। তাদেরকে আমি কুরআন মাজীদউপহার দিতে চাচ্ছি। আমি কি তাদেরকে কুরআন মাজীদ দিতে পারব? যদি দিতেপারি তাহলে নির্ভরযোগ্য অনুবাদ গ্রন্থ কোনটি দয়া করে জানাবেন।

উত্তর : কোনো অমুসলিমকে কুরআন মাজিদের মূল কপি দেওয়া যাবে না। কেননা মুশরিকরা হলো নাপাক। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় মুশরিকরা হলো নাপাক’ (আত-তওবা, ৯/২৮)। যদিও সে কুরআন নিয়ে গবেষণা করার আশা ব্যক্ত করে। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, নিশ্চয় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু ভুখন্ডে কুরআন নিয়ে সফর করতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২৯৯০; ছহীহ মুসলিম, হা/১৮৬৯)। তবে অমুসলিমকে পুরো কুরআন মাজীদ নয়, বরং কুরআনের কিছু অংশ বিশেষ দেওয়া যেতে পারে। আর নির্ভরযোগ্য অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে আধুনিক প্রকাশনী হতে প্রকাশিত অনুবাদ।

প্রশ্নকারী : মো. হোসেন আলী

শৈলকূপা, ঝিনাইদাহ।


Magazine